মোংলা বন্দরের ওয়্যারলেস অপারেটর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) এডহক কমিটির সদস্য এস.এম আসিফ নাঈম সম্প্রতি খুলনার বিজ্ঞ শ্রম আদালতে এক মামলা দায়ের করেছেন। তিনি বন্দরের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, হয়রানি ও ষড়যন্ত্রের মাধ্যমে চাকরিচ্যুতির অপচেষ্টার অভিযোগ তুলেছেন।
মামলার বিবরণী অনুযায়ী, মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক পরিচালক ক্যাপ্টেন শফিকুল ইসলামসহ অভিযুক্ত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এস.এম আসিফ নাঈমকে বিভিন্ন মিথ্যা অভিযোগে সাময়িক বরখাস্ত করে হয়রানি করেছেন। ২০২৩ সালের ১ নভেম্বর থেকে শুরু করে সাম্প্রতিক ২১ এপ্রিল ২০২৫ পর্যন্ত নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
বাদী দাবি করেন, শ্রম আইন ২০০৬ এর ২৪ ধারা লঙ্ঘন করে তাকে দীর্ঘ সময় সাময়িক বরখাস্ত করে রাখা হয় এবং বিভিন্ন বিভাগীয় মামলা দিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়। এমনকি সিবিএ কার্যক্রম বন্ধ করে দেয়ার জন্য সদস্যদের বেতন থেকে কাটা চাঁদার অর্থও শ্রমিক সংগঠনের ব্যাংক একাউন্টে স্থানান্তর করা হয়নি।
মামলায় আরো উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তারা শ্রমিকদের সিবিএর সাথে যোগাযোগ করতে নিষেধ করে চাকরি থেকে বরখাস্ত, বদলি এবং বিভাগীয় মামলার ভয় দেখাচ্ছেন। বাদী ও অন্যান্য প্রতিনিধিদের প্রতি একাধিকবার অশালীন আচরণ ও হুমকির অভিযোগও উত্থাপিত হয়েছে।
এস.এম আসিফ নাঈম শ্রম আদালতের কাছে আবেদন করেছেন, যেন মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শ্রমিকদের ন্যায্য অধিকার সুরক্ষিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ//বা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :