AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি পন্থী আইনজীবীদের হাতে হেনস্তার শিকার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক



বিএনপি পন্থী আইনজীবীদের হাতে হেনস্তার শিকার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নারায়ণগঞ্জ আদালতে রিমাণ্ড শুনানি শেষে সাবেক আইনমন্ত্রীকে চড় থাপ্পর মেরে ধাওয়া দিয়েছে বিএনপিপন্থি আইনজীবীরা।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ রিমাণ্ড শুনানি শেষে এজলাস থেকে বের করে আনার সময় বাইরে অপেক্ষারত বিএনপিপন্থি আইনজীবীরা আনিসুল হককে চড় থাপ্পর দিতে শুরু করে। এ সময় তারা আনিসুল হককে ফাঁসি দাবি করে স্লোগান দিতে থাকে। এক পর্যায় আইনজীবীরা তাকে উদ্দেশ্য করে ধাওয়া দিলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাবেকমন্ত্রী আনিসুল হক কে নিয়ে দৌড়ে গাড়িতে তুলেন।

জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে আনা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি।

শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে সকালে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

এদিকে, রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নেয়ার পথে আনিসুল হকের উপর হামলা করেন আইনজীবীদের একাংশ। তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই মাথার হেলমেটের উপর চড় থাপ্পর দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তার আগে আইনজীবীরাসহ সাধারণ মানুষ আনিসুল হকের ফাঁসি চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এজলাসের বাইরে খুনি আনিসুলের ফাঁসি চাই বলেও স্লোগান দেয়। সেই সাথে তাকে গাড়িতে তোলার পর চোর চোর বলেও স্লোগান দেয় বিক্ষুব্ধদরা।

হামলার বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, শুনানি শেষে আদালত থেকে আনার পথে আনিসুল হকের উপর মারধর করার চেষ্টা করেছিলো। কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি। 

রিমান্ডের বিষয়ে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত। সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছিলেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন এবং জনমনে আতঙ্ক তৈরি করেন। ওই সময়ে আনিসুল হকের নির্দেশ পেয়ে আসামিরা সড়কে অবস্থানরত ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতি সৃষ্টি সহ  হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ও মারধর করেন। তখন মাদ্রাসা ছাত্র সোলাইমান গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

হামলার বিষয়টি অস্বীকার করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমরা বিএনপির আইনজীবীরা বিক্ষোভ করেছি। কিন্তু আইনজীবীদের কেউ মারধর করে নাই। সাধারণ মানুষজন তার প্রতি ক্ষুদ্ধ। হয়তো তারা হামলা করতে পারে। তবে হামলার বিষয়ে আমি বলতে পারছি না।

 

একুশে সংবাদ//ন.প্র//এ.জে

Shwapno
Link copied!