বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। ‘দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি এবং উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: বদরুদ্দোজা । আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রাজীব আল রশীদ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা দ্রুব মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির প্রমুখ।
একুশে সংবাদ//ম.বা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :