AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলডাঙ্গা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট বরাদ্দের দাবিতে মানববন্ধন



নলডাঙ্গা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও টিকিট বরাদ্দের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন লালমনি, করতোয়া ও দোলনচাঁপার নিয়মিত যাত্রাবিরতি, রংপুর আন্তঃনগর ট্রেনের টিকিট বরাদ্দ, স্টেশনের ক্লোজড ডাউন প্রত্যাহার এবং আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে নলডাঙ্গা রেলস্টেশন প্ল্যাটফর্ম চত্বরে নলডাঙ্গাবাসীর আয়োজনে শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনকারীরা রেললাইনে লাল কাপড় উড়িয়ে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৫ মিনিট থামিয়ে রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ছাত্র-জনতা, বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মো. আলআমিন, সেক্রেটারি সফিউল আজম, সাবেক প্রধান শিক্ষক শুনিল কুমার গাঙ্গুলি প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রেলওয়ের কিছু কর্মকর্তা নলডাঙ্গাবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করে আসছেন। লোকবল সংকটের অজুহাতে প্রায় দেড় দশক ধরে ঐতিহ্যবাহী এই স্টেশনটি কার্যত বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রীসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্টেশনটিতে কোনো কর্মচারী না থাকায় ট্রেনের সময়সূচি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না, টিকিটও ইস্যু করা হয় না। ফলে অনেক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করতে বাধ্য হন এবং হয়রানির শিকার হন।

বক্তারা আরো বলেন, ২০১১ সালে চালু হওয়া রংপুর আন্তঃনগর ট্রেনটি নলডাঙ্গায় যাত্রাবিরতি দিলেও এখন পর্যন্ত কোনো টিকিট বরাদ্দ দেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, রেলওয়ের অবহেলা ও ঈর্ষান্বিত আচরণের কারণে স্টেশনটি উন্নয়ন ও আধুনিকায়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে।

মানববন্ধনে জানানো হয়, স্টেশনটিতে নেই পর্যাপ্ত ছাউনিসহ যাত্রীদের বসার স্থান, নেই গণশৌচাগারের ব্যবস্থা। ফলে যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী যাত্রীদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি নলডাঙ্গা স্টেশনের উন্নয়ন, ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি, টিকিট বরাদ্দ এবং যাত্রীসেবা নিশ্চিত করার দাবি জানান। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

 

একুশে সংবাদ//সা.গা.প্র//এ.জে

Shwapno
Link copied!