AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৪:৩৩ পিএম, ২৯ এপ্রিল, ২০২৫

মদনে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে গোবিন্দশ্রী  গ্রামে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ধান কর্তন ও কৃষক সমাবেশে অংশগ্রহন করেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস ।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের বোর মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় (উপশী জাত) সমলয় চাষাবাদের প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সামাবেশে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।


প্রধাণ অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি ও কৃষকদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। তাই বিভিন্ন কৃষি বিষয়ক কার্যক্রমে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। আগামীতে কৃষকদের আরও আধুনিকায়ন যন্ত্রের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হবে। কৃষকরা হাওরে বজ্রপাত থেকে রক্ষার জন্য সেট নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান, মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা জামাতের নায়েবে আমির রিয়াজউদ্দিন ইদ্রিস মাস্টার,  ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ।


আরো উপস্থিত ছিলেন, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,সাবেক সভাপতি আল আমিন তালুকদার প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃষক-কৃষাণী ও গণ মাধ্যম কর্মীগণ ।


একুশে সংবাদ////র.ন

Shwapno
Link copied!