ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে দোকানের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে হরিরহাট বাজারের একটি দোকানঘরের জায়গা নিয়ে এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দোকানের জমি নিয়ে পশ্চিম আলগী গ্রামের দেলো মাতুব্বর ও একই গ্রামের আলী মাতুব্বরের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে সালিশ বৈঠকে বসে দুই পক্ষ। তবে সালিশ চলাকালীন উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র (ঢাল, সরকি, রামদা, ইট-পাটকেল) নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত লিমন (২৬) ও রাজীব (২৮) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
একুশে সংবাদ/ ভা..ফ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :