সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ গোলাম রব্বানী(৫০)নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা-পুলিশ।
২৮(এপ্রিল)সোমবার ধৃতঃআসামিকে সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক-নির্দেশনায় ওসি(তদন্ত)জয়নাল হোসেনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার,
সাব-ইন্সপেক্টার হাদি আব্দুল্লাহর সহযোগীতায় পুলিশদল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃতঃনাইব আলীর পুত্র গোলাম রব্বানী(৫০)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ-সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য-৭,৫০০/টাকা উদ্ধার করা হয়।
ইয়াবাসহ গ্রেফতারকৃত গোলাম রব্বানীকে সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক ইমতিয়াজ ভূঞা।
একুশে সংবাদ//সৃু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :