ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুইদিন পর শেখ আল কালাম আজাদ (৬১) নামে এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি বিল সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত রবিবার সন্ধ্যায় তিনি মধুখালী থেকে পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজার এলাকায় তাঁর সর্বশেষ লোকেশন পাওয়া যায় বলে পুলিশ জানায়।
নিহত শেখ আল আজাদ মধুখালীর মেগচামী ইউনিয়নের চরবামুন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা।
লাশ উদ্ধারের ঘটনাস্থল থেকে মধুখালী থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, এখনই এ বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছি না। লাশ ময়না তদন্ত করতে মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের জন্য এখনই সবকিছু বলছি না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ//ফ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :