শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনীর জিরো পয়েন্ট এলাকায় ২৯ এপ্রিল মঙ্গলবার ভোর ৪টায় বস্তা ভর্তি ৫৭০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।
শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নির্দেশে ঝিনাইগাতী থানার ওসি তদন্ত রবিউল আজম, এসআই হারুন, হাশেম ও জামাল হোসেন সঙ্গীয় ফোর্স এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনীর জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মুখোশ পড়ে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তা ভর্তি ভারতীয় মদের বোতল উদ্ধার করে ঝিনাইগাতী থানায় নিয়ে যায় পুলিশ। এসময় বস্তার সেলাই কেটে বিভিন্ন ব্র্র্যান্ডের অবৈধ ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার করা হয়।
এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, মঙ্গলবার ভোরে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। যারা আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। ওইসময় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের তদন্ত অব্যাহত আছে এবং মামলা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ//শে.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :