AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার



আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচজন গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিউরী এলাকার জব্বার মাঝির বাড়ির বাসিন্দা মৃত বৌদি আলমের পুত্র মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৮), একই ইউনিয়নের কামাল মেম্বারের বাড়ির, ঝিউরী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র রোকন উদ্দিন (২৮), উপজেলা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের পুত্র জাহিদুল ইসলাম প্রকাশ মিন্টু (৩৯), ৬ নং বারখাইন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সৈয়দ কুচাইয়া কাজীবাড়ি এলাকার বাসিন্দা আবুল কাশেমের পুত্র মোজাম্মেল হক (২৬), এবং হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার মফিজুর রহমানের বাড়ির বাসিন্দা মফিজুর রহমানের পুত্র শফিউর রহমান(২৭)। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা ওয়ারেন্ট ভুক্ত,  মাদকসেবী, চোর এবং  পুলিশের উপর হামলা মামলার আসামি গ্রেফতার। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “সম্প্রতি এলাকায় বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশ তৎপরতা বাড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

একুশে সংবাদ//চ.প্র//এ.জে
 

Shwapno
Link copied!