বাগেরহাট জেলা বিএনপি নেতা,৯৮ (বাগেরহাট -৪) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দেশের শাসন ব্যবস্থা হস্তান্তর করলেই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। দেশে আইনের শাসনের অভাব দেখা দিয়েছে,অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে,সুস্ঠ ধারার গনতন্ত্র ফিরিয়ে আনতে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেয়া জরুরি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটী ইউনিয়নের পোলেরহাট বাজারে বিএনপির রাস্ট মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত এক পথসভায় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
এ সময় কাজী শিপন আরও বলেন,আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষের জনরায় নিয়ে সরকার গঠন করবে,বিএনপির জনপ্রিয়তা দেখে একটি মহল ষড়যন্ত্র করছে,আমরা আগামী নির্বাচনে এই মোরেলগঞ্জ-শরনখোলা আসন থেকে ধানের শীষের বিজয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল,উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা,পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল আল ইসলাম,যুগ্ন আহবায়ক আফজাল হোসেন জোমাদ্দার।
রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার খান,সাধারণ সম্পাদক ফজলু মেম্বার , দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক লিটন হাওলাদার, চিংড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ছোবাহান,সাধারণ সম্পাদক মামুন খাঁ,বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর ফকির,সাধারন সম্পাদক ইদুল হাওলাদার সহ স্হানীয় বিএনপির অনন্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//মো.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :