ময়মনসিংহের নান্দাইলে একই জমিতে অন্যান্য ফসলের সঙ্গে মিশ্র সবজি চাষে বেশ লাভবান হয়েছেন কৃষক আলম মিয়া (৩৬)। এতে করে অল্প সময় ও পুঁজিতে অধিক মুনাফা পাচ্ছে তিনি।
একদিকে সবজির বাম্পার ফলন, অপরদিকে বাজারদর ভালো থাকায় বেশ লাভবান হয়েছেন কৃষক আলম মিয়া।
উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরউত্তরবন্দ গ্রামের কৃষক আলম মিয়া জানান, ৩০ শতক জমিতে তিনি বাদাম চাষ করেছেন। উপরে মাচায় লাউ,করলা ও মিষ্টি কুমরার মিশ্র চাষ করেছেন তিনি।ফসলও বেশ ভালো হয়েছে।
জমি তৈরি,সার,কীটনাশক ও চারা রোপন করতে তার খরচ হয়েছে ৩ হাজার টাকা।
ইতিমধ্যে কৃষক আলম মিয়া ৮ হাজার টাকার লাউ ও মিষ্টি কুমরা বিক্রি করেছেন।তিনি আরো ১৫ হাজার টাকার সবজি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আতিকুর রহমান বলেন,একই জমিতে একাধিক ফসল চাষ করে কৃষক লাভবান হয়ে থাকেন।অল্প খরচে বেশী লাভ তাই কৃষকরা মিশ্র ফসল চাষাবাদে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন,নান্দাইলে মিশ্র সবজি চাষে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন।একই জমিতে একাধিক ফসল চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা।সবজির ভালো বাজারদর থাকায় চলতি মৌসুমে বেশ লাভবান হচ্ছেন উপজেলার কৃষকরা।
একুশে সংবাদ//না.ম.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :