AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তেঁতুলিয়ায় এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৮:২৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৫

তেঁতুলিয়ায় এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউনি ব্লক সড়ক নির্মাণের কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ৩টার পরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের ভিত্তিতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত নির্মাণাধীন ইউনি ব্লব সড়কে গিয়ে নমুনা সংগ্রহ করে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সহকারি পরিচালক ইমরান হোসেন।

পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তেঁতুলিয়া কার্যালয়ে গিয়ে সড়কটির কাজের অগ্রগতি ও নথি যাচাই বাছাই করেন। একই সাথে অনিয়ম ও নিম্নমানের বিষয়টি জানানর চেষ্টা করেন তারা।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর আদুরী আক্তার, কনস্টেবল আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আল আলামিন প্রমূখ।

এসময় দুদকের ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারি পরিচালক ইমরান হোসেন বলেন, তেঁতুলিয়া ৬ হাজার মিটারের একটি রাস্তা এলজিইডির মাধ্যমে নির্মাণাধীন। এই রাস্তা নির্মাণের সময় স্থানীয় লোকজন অভিযোগ করেন রাস্তা নির্মাণে নিম্নমানের বালু এবং নিম্নমানের সামগ্রী ও ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এরি প্রেক্ষিতে অভিযোগ পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি। এগুলো আমরা ল্যাবে নিয়ে পরীক্ষা করবো। তার উপর ভিত্তি করে অভিযোগের সত্যতা জানা যাবে। এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তেঁতুলিয়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান বলেন, ঠাকুরগাঁও থেকে দুদকের টিম এসে রাস্তার নমুনা সংগ্রহ করেছে। যে অভিযোগ উঠেছে সেটা ভিত্তিহীন বলা যায়। তবে অভিযোগ প্রমাণীত হলে দায়ভার ঠিকাদারের না এলজিইডির এমন প্রশ্নে সঠিক কোন উত্তর পাওয়া যায় নি। তবে রাস্তাটি সঠিক মালামাল দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, ১১ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ১৯২ টাকা চুক্তি মূল্যে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণের কাজে শুরু হয় ২০২৪ সালের ৩১ মার্চ। আর কাজ শেষ করার সময় রয়েছে ১২ মার্চ ২০২৫। আর এই রাস্তা নির্মাণে নিম্ন মানের সামগ্রী ও বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ উঠে।
 

একুশে সংবাদ//প.প্র//এ.জে

Shwapno
Link copied!