তিন মটর শ্রমিককে মারধরের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। পরে প্রশাসনের আশ্বাসে এবং আসামি গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন তারা।
জানা যায়, মে দিবস উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফারুক হোসেন খোকনের কাছে ডাল চেয়ে যান দুইজন অপরিচিত শ্রমিক। এসময় তাদের সঙ্গে খোকনের কথাকাটাকাটি এবং পরে তার আত্মীয়দের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শ্রমিক সাকিল হোসেনসহ তিনজন আহত হন বলে অভিযোগ উঠে।
ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিকেলে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম ও কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর। তাঁরা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।
শ্রমিক নেতারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পর এক ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে তারা আবারও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
ভুক্তভোগী সাকিল হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ডাল চাইতে গিয়েছিলাম। কিন্তু খোকন ভাই ও তার আত্মীয়রা আমাদের মারধর করেন। বিষয়টিকে অন্য খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “অবরোধ চলাকালে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
ঘটনাস্থলে ১৭৪ নং মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রিপন মোল্লা ও সাধারণ সম্পাদক আব্বাস আলী উপস্থিত ছিলেন। তারা বলেন, “আমরা প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছি। যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়, তাহলে আন্দোলনে যেতে বাধ্য হব।”
একুশে সংবাদ//ঝি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :