ঝালকাঠির রাজাপুরে দাখিল (এসএসসি) পরীক্ষা চলাকালে গাফিলতির অভিযোগে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার (২৯ এপ্রিল) ইংরেজি ২য় পত্র পরীক্ষা চালাকালীন সময়ে কানুদাসকাঠি ইসলামীয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। তিনি পরীক্ষার হলে দায়িত্বে থাকা দুই শিক্ষকের অবহেলা লক্ষ্য করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- মো. আইয়ুব আলী, সহ: শিক্ষক(সাউথপুর আলিম মাদ্রাসা) মো. মুনিবুর রহমান সহ: শিক্ষক (তারাবুনিয়া ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসা) ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, কোনো ধরনের গাফিলতি কিংবা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
উল্লেখ্য, চলতি বছরের দাখিল পরীক্ষায় দেশের বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশ্নফাঁস বা অসদ উপায়ের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
একুশে সংবাদ//ঝা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :