চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (১৫) কে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে সে হঠাৎ পানিতে তলিয়ে যায়। বন্ধুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে, কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসের সহায়তা নেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দুপুর ২:০০ টায় দীর্ঘ তল্লাশি চালিয়ে তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, "আমরা উদ্ধার কাজ শুরু করার পর স্রোতের কারণে কিছুটা কঠিন ছিল, তবে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।"
এদিকে আরাফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে গোসলের সময় আরও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ//চাঁ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :