কিশোরগঞ্জের ভৈরবের চিহ্নিত মাদক ব্যবসায়ী জমশেদ মিয়াসহ স্থানীয় কিছু ভূমিদস্যুদের মাধ্যমে গণঅধিকার পরিষদ উপজেলা শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ ভৈরব শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে বক্তরা বলেন, জমশেদ ভৈরবের একজন চিহৃিত মাদক কারবারি। কদিন পর পর মাদক মামলায় তাকে কারাগারে যেতে হয়। সেই কুখ্যাত মাদক কারবারি জমশেদ কেন একজন নেতার বিরুদ্ধে মানববন্ধন করে মিথ্যা অপপ্রচার করে । এসময় বক্তরা বলেন, ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানীর জোগসাজুসেই মাদক কারবারি অপপ্রচার ও ষড়যন্ত্র করেন বলে অভিযোগ করেন তারা।
এসময় গণ অধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল তার বক্তব্যে বলেন, ভৈরবের চিহ্নিত মাদক ব্যবসায়ী জমশেদ মিয়াসহ স্থানীয় কিছু ভূমিদস্যু ভৈরবের বিশিষ্ট দানবীর হাজী আব্দুস সাদেক মিয়া ও তার জামাতা শামীম মিয়াকে মিথ্যা মানব পাচার মামলায় আসামী করেছে। এই মামলায় শামীম মিয়াকে থানা পুলিশ ঘুষের বিনিময়ে গ্রেপ্তার করেছে।
ভৈরব থানার ওসির বিরুদ্ধে আমার কাছে একাধিক দুনীর্তির অভিযোগ রয়েছে। ওসি খন্দকার ফুয়াদ রুহানী অর্থের বিনিময়ে নিরাঅপরাধ মানুষকে আসামী করে মামলা দিয়ে জেলে পাঠিয়েছেন । তাছাড়া যুবলীগ নেতা সম্রাট মিয়াকে আটক করে বড় অংকের টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছেন । এই অসৎ ওসিকে যদি দ্রুত সময়ের মধ্যে ভৈবর থানা থেকে প্রত্যাহার না করা হয় তাহলে কঠোর আন্দোলনে হুমকি দেন তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র ও যুব অধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখার সভাপতি বিন ইয়ামিন সরকার জুনাঈদ, সাধারণ সম্পাদক আবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম দিপু, যুব অধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি অন্তর মিয়া ও সাধারণ সম্পাদক আকাশ আহমেদ প্রমুখ। এছাড়াও ভৈরব থানা পুলিশের কাছে সঠিক বিচার না পাওয়া পরিবারের সদস্যরাও মানববন্ধনে বক্তব্য রাখেন। এসময় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানীকে মুঠোফোনে কল দিলে তিনি মিটিংয়ে আছেন বলে কথা বলেননি।
একুশে সংবাদ//ভৈ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :