দেশীয় মাছ রক্ষা পেলে খাদ্য,পুষ্টি সবই মিলে এই প্রতিপাদ্যের আলোকে মুকসুদপুরে মৎস অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বিকল্প আয়বর্ধনমূলক মূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৭৫ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ৭৫ টি বকন বাছুর বিতরণ করেছে মুকসুদপুর উপজেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপকরন বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, প্রানি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এসময়ে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ওয়াসীম, মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রথম প্রহর পত্রিকার উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান মুন্সি, জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মেহেদী মুন্সি, দৈনিক পক্ষিক সমসময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাকিব আহমেদ দ্বিপুসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//মু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :