কোটালীপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ইপজিয়া (এনসিওর প্রোটেকশন এন্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড এপ্রোচ) এর আয়োজনে প্রোগ্রাম অফিসার জর্জ বেনেডিক্ট দাসের সার্বিক সহায়তায় ক্ষতিকর সামাজিক রীতিনীতি চ্যালেঞ্জ করে ইতিবাচক কার্যক্রম প্রচারের মাধ্যমে সামাজিক পরিবর্তনের জন্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ১০জন নারী ও ১০জন পুরুষ অংশগ্রহণ করেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিষ্ণুপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে ,টেইনর রেজিনা জয়ধর (প্রকল্পের ম্যানেজার),সমাজ সেবক নারায়ন বিশ্বাস, নিখিল বাড়ৈ,সীমা রায়,বাসনা হালদার , লিপিকা বাড়ৈ,রনোদা বল্লভ, শিক্ষক পরিতোষ সেন,রমা রানী বিশ্বাস,ধর্মীয় নেতা মোঃ মহসিন খান, সাংবাদিক সুশান্ত বর্ণিক বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন ,ক্ষতিকর সামাজিক রীতিনীতি চ্যালেঞ্জ করে ইতিবাচক কার্যক্রম প্রচারের মাধ্যমে সামাজিক পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমাজে নারী, শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিদ্যমান বৈষম্য ও কুসংস্কার আমাদের অগ্রগতির প্রধান বাধা।
আমাদের প্রত্যেকের দায়িত্ব এই ক্ষতিকর মানসিকতা পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখা। ইতিবাচক কাজ ও সচেতনতার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি। আসুন, একসাথে কাজ করি এবং পরিবর্তনের পথ তৈরি করি।
একুশে সংবাদ//কো.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :