AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নকলার আজিজের লাশ উত্তোলন



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নকলার আজিজের লাশ উত্তোলন

শেরপুর জেলার নকলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আজিজের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল)সকাল ১১টার দিকে নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার লাশ  উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

লাশ উত্তোলনের সময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উত্তর পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার, নিহত আজিজের পরিবারের লোকজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

জানা গেলে, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট এসে লাগে চোখ-মুখসহ সারা গায়ে। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়। পরে নকলার পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের জন্য শহীদ আব্দুল আজিজের লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ//শে.প্র//এ.জে

Shwapno
Link copied!