বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করা ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা নিজাম উদ্দিনের শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন।
দীর্ঘদিন নিয়মিত আহার না করা ও অতিরিক্ত ধূমপানের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ডাক্তারদের ধারণা, তিনি ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) স্থানান্তর করা হয়েছে।
এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজাম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রান্না করা খাবার স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নষ্ট করে দেয়ার প্রতিবাদে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন—বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। সেই প্রতিজ্ঞা তিনি দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে রক্ষা করে চলেছেন।
প্রাথমিকভাবে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন নিজাম উদ্দিন। সেখানে তার চিকিৎসা করেন মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. মৃধা মো. শাহিনুজ্জামান।
বুধবার (৩০ এপ্রিল) তার শারীরিক অবস্থা আরও খারাপ হলে বিএনপির নির্দেশে তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেই সময় তার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, `আমরা বিএনপি পরিবার`-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন,
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, উপদেষ্টা আলমগীর কবির, প্রেসক্লাব সদস্য জাহিদুল ইসলাম রনি, ড্যাব ও ফরিদপুর মেডিকেলের একাধিক চিকিৎসক।
আমিরুজ্জামান খান শিমুল বলেন, “নিজাম উদ্দিন একজন নিঃস্বার্থ দলপ্রেমিক। তাঁর চিকিৎসা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, দলের পক্ষ থেকে তার সব ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “তারেক রহমানের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
একুশে সংবাদ//ঝি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :