রাজধানীর হাজারীবাগ থেকে যৌন উত্তেজক ভেজাল চা-কফি বিক্রয় ও সরবরাহকারী চক্রের চার সদস্যকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. রাতুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম ওরফে রায়হান, মো. আরাফাত হোসেন সাব্বির ও মো. আল-আমিন ইসলাম।
বুধবার (২০ সেপ্টেম্বর) আসামিদের একদিনের রিমান্ড শেষে আদালতে উপস্থিত করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগ।
এরপর মঙ্গলবার তাদের আদালতে উপস্থিত করে প্রত্যেক আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, হাজারীবাগ থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ভেজাল কফি, চা বিক্রয় ও সরবরাহকারী একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৯০০ প্যাকেট ভেজাল কফি, ২০ কেজি ভেজাল কফির গুঁড়া, ২০ কেজি ভেজাল চায়ের গুঁড়া, ১টি ল্যাপটপ ও বিপুল পরিমাণ স্টিকার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কফি ও চায়ের মধ্যে যৌন উত্তেজক ট্যাবলেটের গুঁড়া মিশিয়ে প্যাকেটজাত করে। এরপর কোরিয়ান প্রোডাক্ট হিসেবে বিভিন্ন ধরণের স্টিকার লাগিয়ে বিক্রি করে। এসব কফি ও চা পান করে মানুষ রোগাক্রান্ত হচ্ছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :