গাজীপুরের শ্রীপুরে রেললাইন কাটার ঘটনায় রাজধানীর ঢাকা রেলওয়ে থানার মামলায় গ্রেফতার যুবদল ও ছাত্রদলের দুই নেতার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া দুইজন হলেন- ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির (৪৩) এবং ঢাকা মহানগরের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেন (১৯)।
সোমবার (২৫ ডিসেম্বর) আসামিদের আদালতে উপস্থিত করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলাম আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গতকাল রোববার রাতে তাদের গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
মামলার সূত্রে আরও জানা যায়, গত ১৩ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে গাজীপুরের শ্রীপুর উপজেলাস্থ বনখুরিয়া এলাকায় রেললাইন কাটার ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইচ্যুত হয়। এ সময় একজন নিহত ও অন্তত দশজন আহত হন।
এ ঘটনায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে এ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :