লিবিয়ার উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো বাংলাদেশিদের বলে ধারণা করেছে সেখানকার স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি লাশ ইতোমধ্যে দাফন করা হয়েছে। লাশগুলো পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তবে কোনো সূত্র লাশগুলোর জাতীয়তা নিশ্চিত করতে পারেনি।
দূতাবাস জানায়, লাশগুলো এতটাই পচে গেছে যে তাদের জাতীয়তা নিশ্চিত করা সম্ভব নয়।
স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশী নাগরিক থাকার আশঙ্কা করলেও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। এমন প্রেক্ষিতে ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশী নাগরিকদের বিষয়ে যেকোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে।
এ বিষয়ে তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাফতরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে বলে জানানো হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, দূতাবাস এসব ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
একুশে সংবাদ//ন.দি//র.ন
আপনার মতামত লিখুন :