AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৪ পিএম, ১০ এপ্রিল, ২০২৩
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে প্রায় দুই হাজার টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যা মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

 

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম হয়েছে ভরি প্রতি ৯৭ হাজার ১৬১ টাকা। যা এতদিন ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।

 

সোমবার (১০ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৯৭ হাজার ১৬১ টাকা।  যা এর আগে ৯৯ হাজার ১৪৪ টাকায় পৌঁছে গিয়েছিল। সে হিসেবে ভরিতে কমেছে এক হাজার ৯৮৩ টাকা। 

 

এর আগে গত ১ এপ্রিল সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হ‌য়।

 

দেশের বাজারে গত কয়েক মাস ধরেই স্বর্ণের দামে অস্থিরতা বিরাজ করছে। ঘটেছে সকাল-বিকেল দাম পরিবর্তনের ঘটনাও।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!