AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সম্পত্তি নিবন্ধন কর দ্বিগুণ হতে পারে


Ekushey Sangbad
সংসদ প্রতিবেদক
০৫:৪৫ পিএম, ১ জুন, ২০২৩
সম্পত্তি নিবন্ধন কর দ্বিগুণ হতে পারে

২০২৩-২৪ অর্থবছরে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে সম্পত্তি নিবন্ধন কর দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপনকালে একথা জানান তিনি।

 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সম্পত্তি নিবন্ধন কর বাড়িয়ে ৮ শতাংশ করার পরামর্শ দেন। বর্তমানে এই কর হার রয়েছে ৪ শতাংশ।

 

উদাহরণস্বরূপ, রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ সাউথ রোড ও মহাখালী এলাকায় সম্পত্তি কিনলে ক্রেতাকে বর্তমানে নিবন্ধনের জন্য কাঠা প্রতি দলিল মূল্যের ৪ শতাংশ বা ১০ দশমিক ৮ লাখ টাকা ট্যাক্স হিসেবে দিতে হয়।

 

জুলাইয়ে আসন্ন অর্থবছর থেকে এই পরিমাণ জমির দলিল মূল্যের ৮ শতাংশ বা ২০ লাখ টাকা বা তার বেশি দিতে হতে পারে।

 

বর্তমানে যে কোনো জেলার পৌর এলাকায় জমি হস্তান্তরে ৩ শতাংশ কর দিতে হয়। অর্থমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই কর হার ৬ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেছেন।

 

অনির্দিষ্ট সময়সূচিতে কোনো এলাকার সম্পত্তি হস্তান্তরে ১ শতাংশ করের পরিবর্তে আগামী অর্থবছরে ২ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেছেন মুস্তফা কামাল।

 

এবারের প্রস্তাবিত বাজেটে সার্বিক ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। ঘাটতি মেটাতে সরকার ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫০ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১১ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে।

 

প্রস্তাবিত বাজেটে সরকার ৫ লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৬৭ হাজার কোটি টাকা বেশি।

 

একুশে সংবাদ/দ.স.প্র/জা.হা

টাইমলাইন

  1. ০৫:৩৪ পিএম, ২ জুন, ২০২৩ মূল্যস্ফীতি নিয়ে আমরাও শঙ্কিত: অর্থমন্ত্রী
  2. ০৫:১৪ পিএম, ২ জুন, ২০২৩ ‘একজনও কালো টাকা সাদা করেনি’
  3. ০৫:০০ পিএম, ২ জুন, ২০২৩ ফেল করিনি, আগামীতেও ফেল করব না: অর্থমন্ত্রী
  4. ০৪:৫৫ পিএম, ২ জুন, ২০২৩ ‘সরকার ২ কোটি ৪৫ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে’
  5. ০৪:২৫ পিএম, ২ জুন, ২০২৩ ‘আইএমএফের পরামর্শ শুনলে সফল হবো’
  6. ০৪:২০ পিএম, ২ জুন, ২০২৩ পুরো বাজেটই গরিবের জন্য: অর্থমন্ত্রী
  7. ০৩:৫৮ পিএম, ২ জুন, ২০২৩ অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
  8. ০২:৫৮ পিএম, ২ জুন, ২০২৩ দুই কোটি মানুষ আয়কর দিতে সক্ষম হলেও দেন ২৯ লাখ: তথ্যমন্ত্রী
  9. ১২:৩৫ পিএম, ২ জুন, ২০২৩ আওয়ামী অর্থনীতি বাস্তবায়নে লুটপাটের স্মার্ট বাজেট দিয়েছে সরকার
  10. ১২:২২ পিএম, ২ জুন, ২০২৩ ‘বাজেটে আইএমএফের শর্ত পালনের আভাস স্পষ্ট’
  11. ০৯:৫৫ পিএম, ১ জুন, ২০২৩ একনজরে এবারের বাজেট
  12. ০৯:১৫ পিএম, ১ জুন, ২০২৩ কারিগরি শিক্ষায় নারী শিক্ষার্থীদের সুযোগ বাড়ছে
  13. ০৯:০৯ পিএম, ১ জুন, ২০২৩ বাজেট অধিবেশন ৪ জুন পর্যন্ত মুলতবি
  14. ০৮:৪৩ পিএম, ১ জুন, ২০২৩ প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতির সম্মতি
  15. ০৮:৩৬ পিএম, ১ জুন, ২০২৩ ‘সস্তা হবে তামাকপণ্য, বাড়বে স্বাস্থ্য ব্যয়’
Link copied!