দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। শিগগিরই এর দাম কমার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার (৩ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চামড়ার দাম থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হলে কাঁচা চামড়া রফতানির প্রক্রিয়া শুরু করবে সরকার। তবে দেশের চামড়ার মান ভালো, তাই আরো বৃহৎ পরিসরে চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘চলতি মাস থেকে অন্যান্য পণ্যের সঙ্গে ১ কোটি পরিবারকে চালও দেওয়া শুরু করবে টিসিবি।’
পরে বাণিজ্যমন্ত্রী রংপুর কুড়িগ্রাম রোডস্থ নির্মাণাধীন অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে নব্দীগঞ্জে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে যোগ দেন।
একুশে সংবাদ/স/এসএপি
আপনার মতামত লিখুন :