বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। এক দিনের ব্যবধানে প্রতি কেজি মরিচে ৪০ টাকা কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
শনিবার (২২ জুলাই) কেরানীগঞ্জের জিনজিরা ও আগানগর কাঁচা বাজার ও রাজধানীর হাতিরপুল এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
তবে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ থেকে ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। গতকাল যেটি বিক্রি হয়েছিল ২৬০ টাকা কেজি। আর গত সপ্তাহে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০০ টাকা পর্যন্ত।
বিক্রেতারা জানান, বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। পাশাপাশি ভারত থেকেও আমদানি অব্যাহত রয়েছে। এতে দাম কমতির দিকে।
রাজধানীর হাতিরপুল এলাকায় মরিচ বিক্রি করা শামীম জানান, কাঁচা মরিচের দাম কমতির দিকে। ভারত থেকে মরিচ আসায় দাম পড়ে গেছে। আমদানি চালু থাকলে দাম আর বাড়বে বলে মনে হয় না।
আরেক বিক্রেতা বিল্লাল বলেন, একদিনে কাঁচা মরিচের দাম কমেছে ৬০ টাকা। প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। বাজারে দেশি মরিচ আসতে শুরু করায় ও ভারতীয় মরিচের সরবরাহ বেশি থাকায় দাম কমছে।
তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, এখনও কাঁচা মরিচের দাম অনেক বেশি। ঈদের আগেও কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১০০ টাকার নিচে। সেটি এখন কিনতে হচ্ছে ২০০ টাকার ওপরে। দাম আরও কমলে নাগালের মধ্যে আসবে।
নাজমুল করিম নামে এক ক্রেতা বলেন, এখনও নাগালের বাইরে কাঁচা মরিচের দাম। ঈদের আগে যে কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকায় কিনেছিলাম, সেটি এখন কিনতে হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।
আর শিশির মন্ডল নামে আরেক ক্রেতা বলেন, কাঁচা মরিচের দাম নাগালের মধ্যে আনতে ভারত থেকে আমদানির পরিমাণ আরও বাড়াতে হবে। পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।
এর আগে, কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন আমদানির অনুমতি দেয়। এর মধ্যে দুদিন মরিচ এলেও ঈদের কারণে বন্ধ ছিল আমদানি। তবে ঈদের ছুটি শেষে ২ জুলাই থেকে আবারও ভারত থেকে আসছে কাঁচা মরিচ।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :