AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুগন্ধি চালসহ সব ধরনের চাল রফতানি বন্ধের ঘোষণা আসছে


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:৩৮ পিএম, ৮ অক্টোবর, ২০২৩
সুগন্ধি চালসহ সব ধরনের চাল রফতানি বন্ধের ঘোষণা আসছে

২০২৩-২০২৪ অর্থবছরে ৫ লাখ মেট্রিক চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো চালই আমদানি করা হয়নি। এ অবস্থায় সুগন্ধি চালসহ সব ধরনের চাল রফতানি বন্ধ করা হচ্ছে ।

 

রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে চলছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা। সভায় এ চাল রফতানি বন্ধের সিদ্ধান্তটি নেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট জানা গেছে। সূত্র জানায়, আজকের বৈঠকে প্রতি কেজি ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হবে।

 

কৃষি ও খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানায়, গত ২০২২-২৩ অর্থবছরে কৃষি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তিন ক্যাটাগরির (আউশ, আমন, বোরো) চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চাল উৎপাদনের মোট লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ১৫ লাখ ৬৯ হাজার মেট্রিক টন।

 

এর বিপরীতে উৎপাদন হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৯৫ হাজার মেট্রিক টন। এর আগের অর্থবছরে (২০২১-২২) উৎপাদন হয়েছিল ৩ কোটি ৮১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। তবে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও চলতি অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ১৩ হাজার মেট্রিক টন।

 

সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে (গত ৪ অক্টোবর পর্যন্ত) সরকারি পর্যায়ে চালের মজুদের পরিমাণ হচ্ছে ১৬ লাখ ২০ হাজার মেট্রিক টন। চালের চাহিদা মেটাতে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো চাল আমদানি করা হয়নি এবং চলতি অর্থবছরসহ গত তিন অর্থবছরে চালের কোনো আন্তর্জাতিক সাহায্য পাওয়া যায়নি।

 

চালের চাহিদা পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে আসন্ন আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতব চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এগুলো সংগ্রহ করা হবে। এর আগে গত বোরো মৌসুমে ধান-চাল মিলিয়ে মোট ১৫ লাখ ৭৪ হাজার মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করা হয়েছে।

 

অন্য দিকে চলতি অর্থবছরে দেশে গম উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা হচ্ছে ১২ লাখ ১৪ হাজার মেট্রিক টন। গত ২০২২-২৩ অর্থবছরে গম উৎপাদনের পরিমাণ ছিল ১১ লাখ ৭০ হাজার মেট্রিক টন এবং ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ১০ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।

 

বর্তমানে (গত ৪ অক্টোবর পর্যন্ত) সরকারি পর্যায়ে গমের মজুদের পরিমাণ হচ্ছে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন। দেশে গমের চাহিদা পূরণে ইতোমধ্যেই সরকারি উদ্যোগে ৪৬ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে এবং আরো ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ৪ লাখ মেট্রিক টন গম আমদানির চুক্তি করা হয়েছে। অন্য দিকে বেসরকারি খাতে ইতোমধ্যে ১২ লাখ ৩৯ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।

 

কার্যপত্রে দেখা যায়, সরকারি হিসাবে চার বছরের ব্যবধানে দেশে খুচরা পর্যায়ে মোটা চালের দাম প্রতি কেজিতে ১৮ টাকা ২৪ পয়সা বেড়েছে, গম প্রতি কেজিতে ১৭ টাকা ৫৮ পয়সা এবং প্রতি কেজি খোলা আটার দাম ২০ টাকা ৭৪ পয়সা বেড়েছে।

 

কার্যপত্রে আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দামও তুলে ধরা হয়েছে। দেখা যায়, চার বছরের ব্যবধানে চালের দাম অনেক বেড়েছে। তুলনামূলকভাবে গমের দাম কিছুটা কম বেড়েছে। এ দিকে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে চালের দাম আরো বেড়েছে, অন্য দিকে গমের দাম কমেছে।

 

কার্যপত্রে অভ্যন্তরীণ চালের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দেশ থেকে সুগন্ধী চালসহ সব ধরনের চাল রফতানি বন্ধের সুপারিশ করা করা হয়েছে। এ বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। এ বিষয়ে কার্যপত্রে জানানো হয়েছে, গত বছর বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৩ হাজার মেট্রিক টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেয়া হলে অভ্যন্তরীণ চালের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দেশ থেকে সুগন্ধী চালসহ সব ধরনের চাল রফতানি বন্ধ রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।

 

কার্যপত্রে দেখা যায়, দেশে উৎপাদিত সুগন্ধী চালের প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশই রফতানি করা হয়ে থাকে। গত ২০২২-২৩ অর্থবছরে দেশে সুগন্ধী চাল উৎপাদনের পরিমাণ ছিল ৮ লাখ ৭৯ হাজার মোট্রিক টন। তবে আলোচ্য অর্থবছরে কোনো সুগন্ধী চাল রফতানি করা হয়নি। এর আগের অর্থবছরে সুগন্ধী চাল উৎপাদনের পরিমাণ ছিল ৭ লাখ ২৬ হাজার মেট্রিক টন। এর বিপরীতে রফতানি করা হয়েছে ৬ লাখ ৭০ হাজার মেট্রিক টন।

 

একুশে সনবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!