AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবার বাড়ছে সোনার দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫১ পিএম, ২২ অক্টোবর, ২০২৩
আবার বাড়ছে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। এর ফলে দেশের বাজারে শিগগিরই আরেক দফা বাড়তে যাচ্ছে সোনার দাম। চলতি সপ্তাহেই সোনার দাম বাড়ার ঘোষণা আসতে পারে।

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে। এই সংগঠনটি দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে।

 

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ২৩১ এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এখন আরেক দফা দাম বাড়লে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে।

 

সূত্র জানায়, আগামী ২৩ বা ২৪ অক্টোবর সোনার দাম বাড়ার ঘোষণা আসতে পারে। এ ক্ষেত্রে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ১ লাখ ২ হাজার টাকা স্পর্শ করতে পারে।

 

এ বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, আমরা সোনার দাম নির্ধারণ করি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। তবে বিশ্ববাজারের দামের চিত্রও সে ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বিশ্ববাজারের চিত্র খেয়াল করেছি। এরই মধ্যে প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের মতো বেড়েছে। এর ফলে স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। এ বিষয়ে আমরা সোমবার বৈঠকে বসার চেষ্টা করব। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

উল্লেখ্য, দেশে বাজারে সবশেষ গত ১৫ অক্টোবর সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম প্রতি ভরি এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪৪ টাকা করা হয়।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!