AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ক্রিমসন কাপ’র নতুন আউটলেট’র যাত্রা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫২ পিএম, ৮ নভেম্বর, ২০২৩
‘ক্রিমসন কাপ’র নতুন আউটলেট’র যাত্রা

গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য উত্তরসূরি শরফরাজ আনোয়ার উপল ও দিঠি আনোয়ার। দুই ভাই বোনের মধ্যে পরম আন্তরিকতা বিদ্যমান। একের আয়োজিত অনুষ্ঠানে অন্যের আন্তরিক উপস্থিতি সবসময়ই লক্ষ্য করা যায়। বাবাকে কিংবা মাকে ঘিরে যেকোনো অনুষ্ঠানই তারা এক আত্মা হয়ে কাজ করেন। ইন্ড্রাষ্ট্রিতে এই দুই ভাই-বোনের পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতা, ভালোবাসার কথা সবাই জানে। এবার উপলের কফিশপ ‘ক্রিমসন কাপ’র নতুন আউটলেপ গুলশান-১ এ অবস্থিত উপলের আহ্বানে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অনেক তারকা উপস্থিত হয়েছিলেন।

গেলো ৬ নভেম্বর সন্ধ্যায় গুলশান এক-এর চব্বিশ নম্বর রোডের দুই নম্বর হাউজে নতুন করে গুলশানেই স্থান পরিবর্তন হয়ে ক্রিমসন কাপ’র যাত্রা শুরু হলো। আমেরিকান চেইন কফিশপ ‘ক্রিমসন কাপ’র এবারেরও নতুন আউলেট’র যাত্রা শুরু হয় মূলত দুই বাংলার নন্দিত নায়িকা নূসরাত ফারিয়ার হাত ধরে। তিনিই মূলত এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন এবং তারসঙ্গে ছিলেন ঢাকাস্থ আমেরিকান অ্যাম্বাসীর হেড অব কমার্সিয়াল কাউন্সিলর মিস্টার জন মুরি, একই অ্যাম্বাসীর হেড অব প্রেস কাউন্সিলর মিস্টার স্টিভ।

এরপর একে একে সেখানে উপস্থিত হন নায়ক বাপ্পারাজ, নাইম, সম্রাট, গায়িকা আঁখি আলমগীর, নায়িকা শিল্পী, সুরকার সঙ্গীত পরিচালক ইমন সাহা, অভিনেত্রী রুনা খান, ফারিয়া শাহরিন, স্বর্ণলতা, প্রয়াস গ্রুপের এমডি প্রদ্যুৎ কুমার তালুকদার, ডা. নূরুস সাফা মাহদী, গায়ক অপু আমান, ইউসুফ আহমেদ খান, উপস্থাপিকা শান্তা জাহান, তাবাসসুম প্রিয়াঙ্কাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে মোস্তারিয়া ইতির ‘ক্রিম ড্রিম’ থেকে আনা কেক কাটা হয়।  

ক্রিমসন কাপ’র সিইও শরফরাজ আনোয়ার উপল বলেন, ‘আমি ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষত দেশের সিনিয়র তারকাদের যেমন শ্রদ্ধেয় নাইম ভাই, বাপ্পা ভাই, আঁখি আলমগীর, ইমন সাহা’সহ আরো যারা আমার আহ্বানে সাড়া দিয়ে ক্রিমসন কাপের নতুন আউটলেট উদ্বোধনে এসেছিলেন। বাংলাদেশের সংষ্কৃতি অঙ্গনের অনেকের সঙ্গেই আমার আন্তরিক সম্পর্ক। আমার বাবা এই দেশকে গানে গানে সমৃদ্ধ করে গেছেন। তার সন্তান হিসেবে আমিও বাবার আদর্শকে মাথায় রেখেই আমার মতো করে এগিয়ে চলছি। সাথে আছেন আমার মা, আমার বোন, আমার পরিবার। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমার পাশে থাকার জন্য। ক্রিমসন কাপ পরিবারের সবার প্রতিই রইলো ভালোবাসা।’ দিঠি বলেন,‘ আমাদের পরিবারের প্রতি ই-াষ্ট্রির মানুষের ভালোবাসা আবারো প্রমাণিত হলো সবার অংশগ্রহনে।’

নূসরাত ফারিয়া বলেন, ‘রাজধানীতে আমার সবচেয়ে প্রিয় কফিশপ ক্রিমসন কাপ। তাই বারবার এই কফিশপের উদ্বোধনী অনুষ্ঠানে আসি আমি, আমার যতো ব্যস্ত সিডিউলই থাকুক সেই ব্যস্ততাকে পাশ কাটিয়ে উপল ভাইয়ের আহ্বানে ছুটে আসি, কারণ আই অলওয়েজ লাভ ক্রিমসন কাপ।’

 

একুশে সংবাদ/এসআর

Link copied!