বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা ২০০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় স্থান পেয়েছে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। টানা তৃতীয়বারের মতো এ মর্যাদা পেল বেক্সিমকো ফার্মা।
শেয়ারবাজারের নিবন্ধিত কোম্পানির ক্যাটাগরিতে স্থান পেয়েছে দেশের ওষুধ খাতের আন্তর্জাতিক মানের এ প্রতিষ্ঠান।
গত একুশ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাব্বুর রেজা।
বছরে প্রায় বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে এমন ২০০ কোম্পানির তালিকা ধারাবাহিকভাবে প্রকাশ করে আসছে মার্কিন সাময়িকী ফোর্বস। এশিয়া প্যাসিফিক অঞ্চলে শেয়ারবাজারে নিবন্ধিত ছোট–বড় মিলিয়ে কোম্পানি প্রায় বিশ হাজার। এসব কোম্পানির মধ্যে সেরা ২০০ এর তালিকায় স্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মা।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :