বাংলাদেশের স্বনামধন্য বহুজাতিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের সাথে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। কর্পোরেট ক্লায়েন্টদের যে ব্র্যাক ব্যাংক বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, এই কৌশলগত চুক্তিটি তার-ই উদাহরণ।
বার্জার পেইন্টস বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের রং শিল্পের অন্যতম প্রাচীন এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটি
প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির বিশ্বমানের রং সকল ধরনের আবহাওয়ায় টিকে থাকার ব্যাপারে পরীক্ষিত।
এই চুক্তির আওতায় বার্জার পেইন্টস বাংলাদেশ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন-সুবিধা, ডিপিএস, এফডি, বিভিন্ন অগ্রাধিকারমূলক সেবা এবং ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের বহুমুখী সুযোগ-সুবিধাসহ সহজ এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
৫ ডিসেম্বর ২০২৩ ঢাকায় বার্জার কর্পোরেট হেড অফিসে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন-এর চিফ এইচআর অ্যাডমিন অ্যান্ড এইচএসই অফিসার মুশফিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফাইন্যান্স অ্যান্ড সিওআরএ-এর চিফ ফাইন্যান্স কন্ট্রোলার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং হেড অব ট্রেজারি ম্যানেজমেন্ট আসিফ মাহমুদ তাইসির এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, হেড অব কর্পোরেট রিলেশনশিপ ইউনিট ১ মঈন হাসান, এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার জেবুন নাহার এবং কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার স্বাগতা দত্ত।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :