মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে ২০২৩-২৪ অর্থবছরের ২য় ষান্মাসিক (জানুয়ারি-জুন, ২০২৪) মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই মুদ্রানীতি ঘোষণা করেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার দশমিক ২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ ও বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১ শতাংশ কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রাধান্য দিয়ে ২০২৩-২৪ অর্থবছরের ২য় ষান্মাসিকের (জানুয়ারি-জুন, ২০২৪) মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা, চিফ ইকোনোমিস্ট, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :