বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের ওপর আস্থা রাখেন। আমাদের অবস্থান থেকে প্রচেষ্টা কম থাকবে না। পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে জরুরি আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিন্ডিকেটের ধর্ম নেই, তারা প্রতিবার একই পরিস্থিতি তৈরি করে– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমাদের ওপর আস্থা রাখেন। ভায়োলেট হলে জবাব দেব। দায়িত্ব নিয়ে বলছি, এখন থেকে যা হবে আমাদের এখান থেকে প্রচেষ্টা কম থাকবে না।
সরকার দাম বেধে দিলেও সেটি বাজারে প্রতিফলিত হয় না– এ বিষয়ে জানতে চাইলে আহসানুল ইসলাম টিটু বলেন, আমাদের একাধিক আইন আছে বাজার মনিটরিং করার। প্রথমে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটর করবে। কৃষি বিপণন আইন আছে, সেটি দিয়েও আমরা মনিটরিং করব।
একুশে সংবাদ/সা.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :