২০২২-২৩ অর্থবছরে আর্থিক খাতে সন্দেহভাজন লেনদেন সনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৬টি। যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংক ভবনে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য পাওয়া গেছে।
সংস্থাটি জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে সন্দেহভাজন লেনদেনের সনাক্ত হয়েছিলো ৮ হাজার ৫শ ৭১টি।
বিএফআইইউ জানিয়েছে, অনলাইনভিত্তিক বিভিন্ন ধরনের অবৈধ আর্থিক কার্যক্রমে ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক ৫৯৫টি লেনদেন হয়েছে, যা বিগত অর্থবছরের তুলনায় চারগুণ বেশি।
বিশ্বের যে ১০টি দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি অর্থ পাচার হয়, সেসব দেশের সাথে চুক্তির চেষ্টা করছে সরকার, তবে এ বিষয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন বলে মনে করে সংস্থাটি।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরে সিআইডি থেকে বিএফআইইউ এর কাছে তথ্য চাওয়ার পরিমাণ বিগত অর্থবছরের তুলনায় ১০০ শতাংশ বেড়েছে।
একুশে সংবাদ/ন.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :