তরমুজের পাইকারি বাজারে হঠাৎ করে ধস নেমেছে। রোজার শুরুতে তরমুজের যে দাম ছিলো, তা দুই সপ্তাহের ব্যবধানে অর্ধেকেরও বেশি কমে গেছে। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সেখানেও কমছে দাম।
ঢাকার পাইকারি বাজারগুলো ঘুরে দেখা গেছে, ১০ থেকে ১২ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩০০ থেকে ৩২০ টাকায়।
আড়তে সারিসারি তরমুজ সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। তারা বলছেন, তরমুজের সরবরাহ বেড়ে গেলেও বিক্রি বেশ কম। গেলো কয়েকদিনের তুলনায় দামও বেশ কমতির দিকে।
তবে খুচরা পর্যায়ে গিয়ে দাম বেড়ে যায় বলেও অভিযোগ করেন পাইকারি বিক্রেতারা।
রোজার শুরুতেই খুচরা বাজারে ৯০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হয়। এরপর সরবরাহ বেড়ে গেলে খুচরা বাজারেও দাম কমতে শুরু করে।
বৃহস্পতিবার সুপার শপে ৪৫ থেকে ৪৮ টাকা কেজিতেও মিলছে রসালো এই ফলটি।
আর জেলা শহরগুলোতে তরমুজের দাম আরো কম। মূলত ভরা মৌসুমে কৃষকের তরমুজ বেশি পরিমাণে বাজারে চলে আসায় দ্রুত দাম কমতে শুরু করেছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :