চলতি বছরের জুলাই মাসে পাটের সোনালি ব্যাগের বাণিজ্যিক উৎপাদন প্রকল্পের অর্থছাড় করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (৩ এপ্রিল) ডেমরায় বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবরক আহমদ খান উদ্ভবিত সোনালি ব্যাগ উৎপাদন কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই মাসে সোনালি ব্যাগের বাণিজ্যিক উৎপাদন প্রকল্পের অর্থ ছাড় করা হবে। এর পর ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলে শুরু হবে সোনালি ব্যাগ উৎপাদনের নতুন কারখানা।
পলিথিনের বিকল্প সোনালি ব্যাগ উৎপাদনে গতি আনতে সরকার ১০০ কোটি টাকা দিচ্ছে জানিয়ে নানক বলেন, এ অর্থে নির্মিত কারখানায় দৈনিক উৎপাদন হবে ১০ লাখ পিস সোনালি ব্যাগ।
এদিকে, আগামী দুই-তিন বছরের মধ্যে প্রস্তাবিত কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ প্রমুখ।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :