ঈদুল ফিতর উপলক্ষে অধিকাংশ প্লাস্টিক কারখানা তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধ করেছে বলে দাবি করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ)।
মঙ্গলবার (৯ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিপিজিএমইএ`র সভাপতি সামিম আহমেদ এবং পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বিপিজিএমইএ`র সদস্য অধিকাংশ প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠান আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাস ইতোমধ্যে পরিশোধ করেছেন।
আগের বছরগুলোতে ঈদের আগে সংশ্লিষ্ট সব কারখানার মালিকরা বেতন বোনাস নিয়মিত পরিশোধ করেছিল বলেও দাবি করে সংগঠনটি।
একুশে সংবাদ/ ঢা. পো./এসএডি
আপনার মতামত লিখুন :