বাংলাদেশে শাখা চালু করেছে মার্কিন জনপ্রিয় বেকারি ব্র্যান্ড সিনাবন। বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, মধ্যবিত্ত শ্রেণীর উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। ফলে আমরিকান কনজ্যুমার ব্র্যান্ডগুলোর এ দেশে ব্যবসা করার বড় সুযোগ রয়েছে। আশাকরি দেশের সরকার বিদেশি ব্র্যান্ডগুলোকে সহজভাবে ব্যবসা করার সুযোগ করে দেবে।
সিনাবনের কান্ট্রি হেড দেশিকান নারায়ণ বলেন, আমাদের লক্ষ্য সবসময়ই অপ্রতিরোধ্য খাবারের মাধ্যমে সুখ ছড়িয়ে দেওয়া।
সিনাবন ১৯৯৫ সাল থেকে পেস্টি ও বেকারির নানা ধরনের খাবার সুনামের সঙ্গে সরবরাহ করে আসছে। বিশ্বব্যাপী ৫০টিরও বেশি দেশে এর শাখা রয়েছে।
একুশে সংবাদ/ঢ.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :