AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:১২ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪
ঢাকা ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক। এর পুরোটাই নগদ হিসেবে দেওয়া হবে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারধারীদের এই লভ্যাংশ দেওয়া হবে।

ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২২ সালে বিনিয়োগকারীদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ঢাকা ব্যাংক। এর মধ্যে নগদ লভ্যাংশ ছিল ৬ শতাংশ; বাকি অর্ধেক ছিল বোনাস লভ্যাংশ।

লভ্যাংশ ঘোষণার কারণে নিয়ম অনুযায়ী আজ ব্যাংকটির শেয়ারের দামের উত্থান-পতনের ক্ষেত্রে সীমা থাকছে না।

ডিএসই সূত্রে জানা যায়, সর্বশেষ হিসাববছরে ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা; ২০২২ সালেও তা এমন ছিল। অন্যদিকে গত বছর ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ২৬ পয়সা; ২০২২ সালে যা ছিল ২১ টাকা ৩৭ পয়সা। এ ছাড়া গত বছর ঢাকা ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ২৭ টাকা ৮১ পয়সা, এর আগের বছর যা ছিল ১১ টাকা ৪৩ পয়সা ঋণাত্মক।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে ঢাকা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেখানে বিনিয়োগকারীরা লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করবেন। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!