বাংলাদেশ থেকে ২০২৪ সালের এপ্রিলে (এক মাসে) ৩৯২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৯৯ শতাংশ কম।
এপ্রিলে পণ্য রপ্তানি কমলেও সামগ্রিকভাবে পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় আছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৪ হাজার ৭৪৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯৩ শতাংশ বেশি। যদিও ৯ মাস শেষে এই প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৩ শতাংশ।
২ মে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। ইপিবির তথ্যানুযায়ী, বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানি গত ১০ মাসে ৪ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে। রপ্তানি হয়েছে ৪ হাজার ৪৯ কোটি ডলারের তৈরি পোশাক। গত অর্থবছরের এই সময়ে তৈরি পোশাক রপ্তানি ছিল ৩ হাজার ৮৫৮ কোটি ডলারের।
চলতি অর্থবছরের জন্য ৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি ছিল ৫ হাজার ৫৫৬ কোটি ডলার।
একুশে সংবাদ/প্র. আ./ এসএডি
আপনার মতামত লিখুন :