AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা ১১ বার সিআইপি হলেন মহিউদ্দিন মোনেম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৬ পিএম, ১১ মে, ২০২৪
টানা ১১ বার সিআইপি হলেন মহিউদ্দিন মোনেম

সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এবং আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম ২০২২ সালে দেশের রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ১১তম বারের মতো সিআইপি সম্মাননা পেয়েছেন।

রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে গত বৃহস্পতিবার (৯ মে) এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ সন্মাননা প্রদান করেন।

এ এস এম মহিউদ্দিন মোনেমের ধারাবাহিকভাবে সিআইপি অ্যাওয়ার্ডের স্বীকৃতি, দেশে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং স্মার্ট বাংলাদেশ স্থাপনে তাঁর অঙ্গীকারের প্রতিফলন। তাঁর নেতৃত্বে সার্ভিস ইঞ্জিন লিমিটেড টানা ১০ বারের মতো আইএওপি কর্তৃক শীর্ষ ১০০টি গ্লোবাল আউটসোর্সিং কম্পানির একটি হিসেবে স্বীকৃত হয়েছে।

এ এস এম মহিউদ্দিন মোনেম বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপতি পুরস্কার এবং পর পর ১০ বার জাতীয় রপ্তানি ট্রফিতে ভূষিত হয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে টানা ১০ বার সেরা করদাতার স্বীকৃতিও পেয়েছেন।

তিনি শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ সম্মানে ভূষিত হন। তিনি একাধারে বাংলাদেশে চেকপ্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে দায়িত্বও পালন করছেন।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা 
 

Link copied!