বেসরকারি ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হয়েছেন এম. শামসুল আরেফিন।
শনিবার (১১ মে) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে তিনি ব্যাংকে যোগদান করেছেন।
ব্যাংক সূত্রে জানা যায়, ব্যবস্থাপনা পরিচালক হওয়ার আগে শামসুল আরেফিন একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং কর্পোরেট বিজনেস বিভাগের প্রধানসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।
ব্যাংকের বিভিন্ন বিজনেস টিমের পাশাপাশি অপারেশন্স্ টিমেরও নেতৃত্ব দিয়েছেন তিনি।
শামসুল আরেফিন ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে ওয়ান ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং এসবিএসি ব্যাংকে বিভিন্ন পর্যায়ের শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :