AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজারে হোঁচট, বড় পতনে লেনদেন


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৩:৪২ পিএম, ২৬ মে, ২০২৪
সপ্তাহের প্রথম দিনে পুঁজিবাজারে হোঁচট, বড় পতনে লেনদেন

২৬ মে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনে লেনদেন হয়েছে। পাশাপাশি উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন। এতে ডিএসইতে গত ৩৮ মাসের মধ্যে সর্বনিম্নে ও প্রায় ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ও লেনদেন। ২৬ মে রোববার পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।


ডিএসইতে রোববার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫০ দশমিক ৮৪ পয়েন্টে। যা বিগত ৩৮ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এর আগে ২০২১ সালের ১২ এপ্রিল ডিএসইর সূচক দাঁড়িয়েছিল ৫ হাজার ১৮৮ দশমিক ২৭ পয়েন্টে। 

আর ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৯৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৩ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৮৮ দশমিক ৭১ পয়েন্ট ও ১ হাজার ১৪৬ দশমিক ৪৭ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। যা প্রায় গত ৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি লেনদেন হয়েছিল ২৯২ কোটি ১৪ লাখ টাকা।

এ ছাড়া রোববার ডিএসইতে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১টি কোম্পানির, কমেছে ৩২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। এ ছাড়া ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ইউনিলিভার কনজিউমার কেয়ার, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ,  আলিফ ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। রোববার সার্বিক সূচক সিএএসপিআই ১৭০ দশমিক ৪০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০১ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ২৩২ দশমিক ৯৬ পয়েন্টে ও ৯ হাজার ১৬২ দশমিক ৯৪ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ১২ দশমিক ৯৭ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১০৪ দশমিক ৮০ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৯৩ দশমিক ৭৭ পয়েন্টে ও ১১ হাজার ৬৯৬ দশমিক ৩৭ পয়েন্টে।

সিএসইতেও রোববার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৯ কোটি ১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৬০ কোটি ৭১ লাখ টাকা। সিএসইতে ২১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ১৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারদর।

একুশে সংবাদ/সম.টি/ এসএডি
 

Link copied!