AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘প্রস্তাবিত বাজেট ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়িদের জন্য ঋণ সুবিধা বাড়াবে’


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৪:০০ পিএম, ৯ জুন, ২০২৪
‘প্রস্তাবিত বাজেট ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়িদের জন্য ঋণ সুবিধা বাড়াবে’

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন, প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ ব্যাংক ঋণের পুরোটাই সরকার নাও নিতে পারে এবং সরকার ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়িদের জন্য ঋণ সুবিধা বাড়াবে, এ ব্যাপারে ব্যবসায়ীদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (৯ জুন) চট্টগ্রাম আনোয়ারা উপজেলার রায়পুর উপকূলীয় বাইঘ্যের ঘাট এলাকার বেড়িবাঁধ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে সকলের সহযোগিতা চেয়ে অর্থপ্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারার উপকূলবাসীকে রক্ষার জন্য নতুন করে বেড়িবাঁধের অর্থ বরাদ্দ দিয়েছেন। চলতি অর্থবছরে বেড়িবাঁধ নির্মাণে ৩৩৬ কোটি টাকার নতুন প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্পের কাজে যাতে কোন ধরনের অনিয়ম না হয় সে ব্যাপারে নির্দেশ দেন তিনি।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ছাবের আহমদ চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে অর্থ প্রতিমন্ত্রী রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

 

একুশে সংবাদ/চ.আ/সা.আ

Link copied!