AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বহু হাতবদলের জন্যই বাড়ছে পণ্যের দাম


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:০৪ পিএম, ৬ জুলাই, ২০২৪
বহু হাতবদলের জন্যই বাড়ছে পণ্যের দাম

বাজারে যে কারও নিয়ন্ত্রণ নেই, তা খোলা চোখেই ধরা পড়ছে। একই বাজারে, একই দোকানে, এক দিনেই কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। বিক্রি হচ্ছে ৩০০ টাকার বেশি দামে। সংকট না থাকলেও চাল, পেঁয়াজ ও আলুর দাম চড়া। এ পরিস্থিতির জন্য তদারকি সংস্থার নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশ্লেষকরা।  

শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয় ২০০ থেকে ২২০ টাকায়। আজ শনিবার একই বাজারের, একই দোকানে সেই মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে। ২৪ ঘণ্টার কম সময়ে কেন ১০০ টাকা বাড়ল? জানতে চাইলে এক বিক্রেতা বললেন, আমদানি কম তাই দাম বেশি।

তবে, ভোক্তাদের অভিযোগ, ছুটির দিনে বাজারে বেশি ভীড়ের সুযোগ নেয় ব্যবসায়ীরা। বেশ কয়েকজন ক্রেতা এমনটাই বলেছেন।

এদিকে, বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও এক সপ্তাহে দাম বেড়েছে কেজিতে ২ টাকা পর্যন্ত। ৫৪ টাকার নিচে মিলছে না মোটা চাল। খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের। আর তারা দায় দিচ্ছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে।

বিশ্লেষকরা বলছেন, উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে বহু হাতবদলের জন্যই পণ্যের দাম বাড়ছে। তারা অভিযোগ করেছেন, সক্ষমতা থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারছে না তদারকি সংস্থা। যার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের সরকারের যারা তদারকি কর্মকর্তা রয়েছেন, তারা ঠিকমতো কাজ করছেন না। এ ছাড়া আমাদের কী পরিমাণ উৎপাদন করতে হবে এবং কী পরিমাণ আমদানি করতে তার কিন্তু কোনো পূর্বাভাস নেই।’  

ভোগ্যপণ্যের বাজার নাগালে রাখতে কৃষি বিপণন আইন বাস্তবায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!