শেয়ারবাজারের ব্লক মার্কেট কী?
ব্লক মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট- যেখানে বেশি পরিমাণের শেয়ার কেনাবেচা হয় যার শেয়ারের দাম এবং ভলিউম বেশির ভাগ ক্ষেত্রে আগে থেকেই ক্রেতা এবং বিক্রেতার ভিতর ঠিক করা থাকে। ডিএসইর যেই ট্রেডিং প্লাটফর্ম বা সফটওয়্যার আছে তার মাধ্যমেই এই ব্লক মার্কেটে লেনদেন করা হয়। সাধারণ মার্কেটের লেনদেনের মতই ব্লক মার্কেটে লেনদেন সম্পন্ন হয়।
ব্লক মার্কেটে লেনদেন করার একটি বড় কারণ হচ্ছে, বড় পরিমাণের শেয়ার সাধারণ (Regular) মার্কেটে লেনদেন করতে গেলে শেয়ারের দাম বেড়ে বা কমে যেতে পারে।
আপনি ব্লক মার্কেট থেকে শেয়ার ক্রয় করে সেটা রেগুলার মার্কেটে সেল করতে পারবেন। এবং আপনি চাইলে সেটা ব্লক মার্কেটেও আবার সেল করতে পারবেন।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :