দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে।
১ আগস্ট পুঁজিবাজারে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের উত্থান দেখা যায়।
ডিএসইতে বৃহস্পতিবার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ দশমিক ৯৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৬৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১১ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১৬৫ দশমিক ৩৭ পয়েন্ট ও ১ হাজার ৯০০ দশমিক ৮৫ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮২ কোটি ১৭ লাখ টাকা।
এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৮টি কোম্পানির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল টেকনো ড্রাগস লিমিটেড। এ ছাড়া অগ্নি সিস্টেম, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, হেইডেলবার্গ ম্যাটারিয়ালস বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মাসিউটিকালস, উত্তরা ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক লিমিটেড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ১০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ১১৯ দশমিক ২৩ পয়েন্টে ও ৯ হাজার ১১৩ দশমিক ৩১ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৫৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫ দশমিক ৬৯ পয়েন্টে ও ১১ হাজার ৯২৩ দশমিক ০৪ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৯৮৩ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৩২৪ কোটি ৪৫ লাখ টাকা।
সিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ৮৯টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারদর।
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :