অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
১০ আগস্ট শনিবার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
এতে বলা হয়েছে, আমাদের গর্ব আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেলবিজয়ী অর্থনীতিবিদ, ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল। একইসঙ্গে তার নেতৃত্বাধীন নবীন ও প্রবীণের অংশগ্রহণে দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।
এতে আর বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত উপদেষ্টারা অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের দিকে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :